লক্ষীপুরের বাসুবাজারের সমিতির হাটে ৮জুলাই ২০১৯ ইং তারিখে রাত ১০ টার দিকে এই মহিলাকে দেখা যায়। মহিলা পালানোর চেষ্টা করলে সকলে মিলে তাকে ঘেরাও করে, এবং তখন এলাকার কিছু মানুষ তাকে ধরে ফেলে। তারপর তাকে তার নাম জিজ্ঞাসা করা হলে, সে কোন উত্তর দিচ্ছিলো না, এমন ভাব নিচ্ছিলো মনে হচ্ছে যে সে একটা পাগল, আসলে না,! সে নিজেক পাগল সাজিয়েছিলো। তখন এলাকার কিছু পাবলিকের হাত এবং পায়ের পিটুনিও পড়েছে মহিলার গায়ে,,, কিছুক্ষণ পরে এলাকার চেয়ারম্যান, মেম্বার সহ সরকারী লোক জন চলে আসে, তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, দেখা যায় সে বাংলা বলতে পারে না.
শুধু একটা কথা ই বুঝতে পারলো যে – (কাল্লা ৫০০ টাকা)
এর পর তাকে ধরে নিয়ে যাওয়া হয় স্থানীয় ইউনিয়ন পরিষদে,,, মহিলাটি বর্তমানে প্রশাসনের হাথে সোপর্দ অবস্থা আছে।