যারা এস এস সি পরীক্ষা উত্তীর্ণ হবার পর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর্থ্যাৎ পলিটেকনিক বা ট্যেকনিকাল কলেজে ভর্তির কথা ভাবছেন তাদের জন্যেই মূলত এই লেখাটি এবং ভিডিওটি।
তো ভিডিওতে তো আমি বিস্তারিত একবার আলোচনা করেছি, তারপরেও ভর্তির মেইন বিষয়গুলা নিম্নে লিখে দেওয়া হলোঃ
ডিপ্লোমা ইন ইঞ্জিঃ অর্থ্যাৎ পলিটেকনিক বা ট্যেকনিকাল কলেজে ভর্তি হতে হলে অবশ্যই কিছু শর্ত আছে। তার মধ্যে সরকারি এবং বেসরকারিতে ভর্তির জন্য কিছু শর্তের পার্থক রয়েছে, যদিও সরাকারি পলিটেকনকি বেসরকারি পলিটেকনকি বা ট্যেকনিকাল কলেজে ডিপ্লোমা ইন ইঞ্জিঃ এর সিলেবাস বা সার্টিফিকেটে বা পরীক্ষার নিয়মে তেমন কোন পার্থক্য নাই, তারপরেও যেহুতু সরকারি প্রতিষ্ঠান সরকার কর্তৃক পরিচালিত এবং সরকারি প্রতিষ্ঠানে সিট নির্ধারিত তাই এখানে পয়েন্ট তুলনামূলভাবে পয়েন্ট একটু বেশিই লাগে।
তো সরকারি পলিটেকনিক বা ট্যেকনিকাল কলেজে এপলাই করার নূন্যতম যোগ্যতাগুলো নিম্নে ছবিতে দেওয়া হলোঃ
আর বেসরকারি পলিটেকনিক বা ট্যেকনিকাল কলেজে ক্ষেত্রে পূর্বে নূন্যতম যোগ্যতা ২.৫০ থাকলে বর্তমানে তা পরিবর্তন করে হয়েছো, নিচের ছবিতে বিস্তারিত দেখুন—
ভর্তি ফি ও আবেদনের নিয়মঃ
পূর্বে ভর্তি পরীক্ষার থাকলেও বর্তমানে কোন ভর্তি পরিক্ষা নেই, আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে— আবেদনের নিয়ম দেখুন ছবিতে—
প্রার্থী নির্বাচন পদ্ধতিঃ যেহুতু প্রতিটা প্রতিষ্ঠানে আসন সংখ্যা নির্ধারিত থাকে, তাই এর মধ্য থেকে যতোজন আবেদন করবে, এদের মধ্য থেকে আসন সংখ্যা অনুযায়ী প্রার্থী নির্বাচন করা হবে। বিস্তারিত দেখুন ছবিতে—
ভর্তির জন্য আবেদনের সময় শুরু এবং শেষঃ
12/05/2019 হতে 08/06/2019 পর্যন্ত।
ভর্তির জন্য আবেদন করার লিংকঃ Apply Now
আর আবেদনের নিয়ম জানতে ভিডিওটি দেখুনঃ আবেদন করার নিয়ম।
ফী জমা দেওয়ার পদ্ধতিঃ টেলিটক রকেট শিউরক্যাশের মাাধ্যমে ফী দেওয়ার নিয়ম দেখে নিনঃ
এডমিশন রেজাল্ট চ্যেক করার নিয়মঃ রেজাল্ট পাবলিশ হওয়ার পর এই লিংকে ক্লিক করে নিজের রোল বোর্ড এবং পরীক্ষার সন দিয়ে দেখুনঃ
আরো বিস্তারিত জানতে ভিডিওটি দেখুনঃ
নতুনদের আরো কমন কিছু প্রশ্নের বিস্তারিত আলোচনা করে হয়েছে ভিডিওটিতে।
এর যেকোন যেকোন প্রশ্নের জন্য কমেন্ট করুন এবং আমাদের ফেইসবুক গ্রুফে জয়েন করুন।
গ্রুফ লিংকঃ https://m.facebook.com/groups/engineeringhelpline
” ডিপ্লোমা ইন ইঞ্জিঃ হেল্পলাইন ” লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। অথবা, ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে।
আর পলিটেকনকি সম্পর্কে এবং টেক রিলেটিডে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্য্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন।
লেখাটি কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।
(SI Saimon Islam)
mdrafik723456@gmai.com
স্যার আমি সিলেক্ট হউছিলাম পাব্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল ওকলেজে কিন্ত নিশ্চয়নের কোনো মেসেজ আসে নাই জারকারনে আমি ন্িশ্চয়ন করতে পারি নাই | তো এখন আমি কিভাবে ঐ প্রতিষ্টানে ভরতি হতে পারব সে বিষয়ে আমাকে একটু দয়া সাহায্য করুন !!!